28.5 C
Khulna
Sunday, July 13, 2025

চাঁদাবাজি নয়, ভাঙারি দোকান দখল নিয়েই সোহাগকে হত্যা: প্রাথমিক তদন্তে পুলিশ

পুরান ঢাকায় ভাঙারি দোকান নিয়ে বিরোধেই সোহাগ হত্যা: জানাল পুলিশ

ঢাকার পুরান মিটফোর্ড এলাকায় ভাঙারি দোকানের দখল ও আর্থিক লেনদেন নিয়ে বিরোধের জেরে সোহাগ নামের এক ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানিয়েছে পুলিশ।

শনিবার (১২ জুলাই) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) জসিম উদ্দিন সংবাদ সম্মেলনে বলেন, “মিটফোর্ড এলাকায় একটি ভাঙারি দোকানের মালিকানা ও ব্যবসায়িক অংশীদারিত্ব নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছিল। সেই দ্বন্দ্বই হত্যাকাণ্ডের মূল কারণ।”

তিনি জানান, ঘটনার পর এখন পর্যন্ত র‍্যাবের হাতে দুজন এবং পুলিশের হাতে তিনজনসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় আলোচিত এই ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ নাকচ করে দিয়ে ডিসি বলেন, “ঘটনার ১০ মিনিটের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায় এবং তাৎক্ষণিকভাবে তদন্ত শুরু করে।”

তিনি আরও বলেন, “আমরা কোনো রাজনৈতিক বিবেচনায় নয়, অপরাধের ভিত্তিতেই তদন্ত করছি। সোহাগের অতীত কর্মকাণ্ডও খতিয়ে দেখা হচ্ছে। যদি অন্য কোনো প্রেক্ষাপট থেকে হত্যার পটভূমি তৈরি হয়ে থাকে, সেটিও বিবেচনায় নেয়া হবে।”

তদন্তের এ পর্যায়ে চাঁদাবাজির কোনো নিশ্চিত প্রমাণ মেলেনি বলেও জানান জসিম উদ্দিন। তার ভাষায়, “প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঘটনাটি মূলত ব্যবসায়িক বিরোধ এবং আর্থিক লেনদেনকে কেন্দ্র করে সংঘটিত হয়েছে।”

উল্লেখ্য, গত ৯ জুলাই সন্ধ্যা ৬টার দিকে মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটসংলগ্ন রজনী ঘোষ লেনে প্রকাশ্য রাস্তায় সোহাগকে কুপিয়ে ও মাথায় পাথর দিয়ে আঘাত করে হত্যা করা হয়। নির্মম এই হত্যাকাণ্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ