28.5 C
Khulna
Sunday, July 13, 2025

প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক: বিএনপি নেতাকে গাছের সাথে বাঁধল গ্রামবাসী

প্রবাসীর স্ত্রীর ঘরে অনৈতিক সম্পর্কের অভিযোগে হাতেনাতে ধরা পড়েছেন মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মো. সিরাজুল ইসলাম মুনজেল (৪৫)। তাকে গাছের সঙ্গে বেঁধে রেখে এলাকাবাসী সামাজিকভাবে বিচার বসায়।

ঘটনাটি ঘটেছে ১১ জুলাই দিবাগত রাত আনুমানিক ২টার দিকে। এলাকাবাসীর অভিযোগ, চর দেশগ্রামে এক সৌদি প্রবাসীর স্ত্রীর ঘরে দীর্ঘদিন ধরে এক ব্যক্তি নিয়মিত যাতায়াত করছিলেন। বিষয়টি নিয়ে এলাকায় আগে থেকেই নানা গুঞ্জন চলছিল। শেষ পর্যন্ত ওই রাতে মুনজেল ওই নারীর ঘরে প্রবেশ করলে স্থানীয়রা তাকে হাতে-নাতে ধরে ফেলেন এবং গাছে বেঁধে রাখেন ভোররাত পর্যন্ত।

আটক সিরাজুল ইসলাম মুনজেল ধামশ্বর ইউনিয়নের গালা গ্রামের মৃত শিরজন আলীর ছেলে।

ধামশ্বর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান পিন্টু জানান, অভিযুক্ত দুজনেই অনৈতিক সম্পর্কের বিষয়টি স্বীকার করেছেন। প্রবাসী স্বামী এ ঘটনায় স্ত্রীর সঙ্গে আর সংসার করবেন না বলেও জানিয়েছেন। তবে অভিযুক্ত পুরুষ ও নারী দুজনেই একে অপরকে বিয়ে করতে রাজি আছেন। বর্তমানে স্থানীয়ভাবে বিষয়টির মীমাংসার চেষ্টা চলছে। ঘটনাস্থলে পুলিশ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও উপস্থিত আছেন।

তিনি আরও বলেন, দলের পক্ষ থেকেও সিরাজুল ইসলামের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ায় শুরু হয়েছে নানান আলোচনা-সমালোচনা।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ