Home রাজনীতি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

0

নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আতঙ্কে পথচারীরা

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১২ জুলাই) রাত ১০টার কিছু আগে কার্যালয়ের সামনের রাস্তায় এই বিস্ফোরণ ঘটে।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারি জানান, রাত ৯টা ৫৮ মিনিটে অজ্ঞাত দুষ্কৃতকারীরা ককটেল বিস্ফোরণ ঘটায়।

তবে এই ঘটনায় এখন পর্যন্ত কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। বিস্ফোরণের শব্দে আশপাশের বাসযাত্রী ও পথচারীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তেই লোকজন চারদিকে ছুটোছুটি শুরু করেন।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থান নেয়।

Exit mobile version