28.1 C
Khulna
Sunday, July 13, 2025

পাথর মেরে যুবক হত্যার দায় তারেক জিয়াকে নিতে হবে: চরমোনাই পীর

রাজধানীতে যুবক হত্যার দায় তারেক জিয়ার নিতে হবে: শায়েখে চরমোনাই

রাজধানীর মিটফোর্ড এলাকায় পাথর ছুড়ে এক যুবককে প্রকাশ্যে হত্যার দায়ভার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই)।

শনিবার (১২ জুলাই) বিকেলে বরিশাল শহরের অশ্বিনী কুমার হলে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

শায়েখে চরমোনাই বলেন, “এই হত্যাকাণ্ডের দায় বিএনপি এড়িয়ে যেতে পারে না। লোক দেখানো বহিষ্কারের মাধ্যমে দায় মুক্তি সম্ভব নয়। দলীয়ভাবে দায় স্বীকার করে জবাবদিহি করতে হবে।”

তিনি আরও বলেন, “দেশজুড়ে হত্যা, ধর্ষণ, লুটপাট চালিয়ে বিএনপি যদি মনে করে ক্ষমতায় আসা যাবে— তা কখনোই সম্ভব নয়। আওয়ামী লীগ ও বিএনপির চরিত্র একই— উভয় দলই খুনি, ধর্ষক ও টেন্ডারবাজ চক্র দ্বারা নিয়ন্ত্রিত।”

মিটফোর্ডে ব্যবসায়ী হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, “চাঁদা না পেয়ে যুবদলের নেতাকর্মীরা প্রকাশ্যে পাথর ছুড়ে একজন ব্যবসায়ীকে হত্যা করেছে। এই বর্বরতা আওয়ামী ফ্যাসিবাদের চেয়েও ভয়ঙ্কর। এখন মামলাকে ভিন্নখাতে নেওয়ার চেষ্টা চলছে, সরকার ও প্রশাসন অপরাধীদের রক্ষা করতে সক্রিয়।”

শায়েখে চরমোনাই আরও বলেন, “আমাদের রাজনীতি জনকল্যাণের জন্য, হত্যাকাণ্ডের জন্য নয়। যারা রাজনীতিকে লুটপাট ও অর্থ উপার্জনের হাতিয়ার বানিয়েছে, তারাই দেশকে পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে।”

সমাবেশে প্রধান বক্তা ছিলেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমাদ সাকী। সভাপতিত্ব করেন নগর সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ রেজাউল করীম। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন জেলা সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মো. সুলাইমান এবং নগর সাধারণ সম্পাদক মাওলানা জাহিদুল ইসলাম।

এছাড়া সমাবেশে আরও বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ সিরাজুল ইসলাম, প্রভাষক মাওলানা আলামিন, অধ্যাপক লোকমান হাকিম, মাওলানা আবুল খায়ের আশরাফী, মাওলানা কাওছারুল ইসলাম, মাওলানা আরিফুল রহমান, হাফেজ মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আরমান হোসেন রিয়াদ, মাওলানা শাকিল মাহমুদ, মাওলানা আইয়ুব আনসারী প্রমুখ।

সমাবেশে বরিশাল জেলা ও মহানগরের শতাধিক নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ