27.8 C
Khulna
Sunday, July 13, 2025

পদত্যাগ করলেন জবি ছাত্রদলের আরও এক নেতা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির আরও এক সদস্য পদত্যাগ করেছেন। আহ্বায়ক সদস্য রাকিবুল হাসান রানা শনিবার (১২ জুলাই) দুপুরে তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা দেন। এর আগে আহ্বায়ক সদস্য পারভেজ রানা প্রান্তও একই কমিটি থেকে পদত্যাগ করেন।

রাকিবুল হাসান রানা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ফেসবুক পোস্টে তিনি লেখেন, “আমি ব্যক্তিগত কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটির ‘আহ্বায়ক সদস্য’ পদ থেকে সরে দাঁড়াচ্ছি।”

তিনি আরও লেখেন, “জুলাই বিপ্লবের পর ছাত্র রাজনীতিতে যে আশাব্যঞ্জক পরিবর্তনের প্রত্যাশা করেছিলাম, বাস্তবে তার প্রতিফলন চোখে পড়ছে না। বরং বর্তমান বাস্তবতা আমাকে হতাশ ও মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে।”

ছাত্রদলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রানা লেখেন, “এই সংগঠনের সঙ্গে যুক্ত থেকে আমি অনেক ভাইয়ের ভালোবাসা পেয়েছি। হয়তো আমি প্রত্যাশিতভাবে দায়িত্ব পালন করতে পারিনি। তবু ছাত্রদলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আশা করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলের মতো স্বর্ণযুগ একদিন ফিরে আসবে।”

পোস্টের শেষে তিনি দলকে শুভকামনা জানিয়ে লেখেন, “আল্লাহ হাফেজ।”

এ নিয়ে চলতি জুলাই মাসে জবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির দুজন সদস্য পদত্যাগ করলেন। তবে এ বিষয়ে এখনো দলীয় বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ