27.4 C
Khulna
Sunday, July 13, 2025

খুলনার হোটেলে রুদ্ধশ্বাস অভিযান, অস্ত্র-গুলি ও মাদকসহ যুবক আটক

খুলনায় যৌথ বাহিনীর অভিযানে একটি আবাসিক হোটেল থেকে বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে। শনিবার (১২ জুলাই) গভীর রাতে নগরীর সোনাডাঙ্গা থানাধীন মজিদ স্মরণীতে অবস্থিত হোটেল জেড এন প্যালেসের ৭০৬ নম্বর কক্ষে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম নাজিম উদ্দিন খান ওরফে বেলাল। তিনি খুলনা নগরীর ছোট বয়রা এলাকার মৃত কামরুদ্দিন খানের ছেলে। অভিযানের সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড তাজা গুলি এবং মোট ৪৭৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড এবং নৌবাহিনীর একটি যৌথ টিম এই অভিযান পরিচালনা করে। আটক বেলালকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ ও যৌথ বাহিনীর কর্মকর্তারা ধারণা করছেন, আটককৃত ব্যক্তি একটি অপরাধ চক্রের সঙ্গে যুক্ত থাকতে পারেন। তার পেছনে কোনো বড় মাদক ও অস্ত্র চক্রের সংশ্লিষ্টতা আছে কিনা, সে বিষয়েও তদন্ত চলছে।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ