26.4 C
Khulna
Monday, July 14, 2025

গোলাম রাব্বানীর ভাই এএসপি গোলাম রুহানী বরখাস্ত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ছোট ভাই মো. গোলাম রুহানীকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শনিবার (১২ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা একটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে স্বাক্ষর করেন বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি।

প্রজ্ঞাপনে বলা হয়, মো. গোলাম রুহানী কর্তৃপক্ষের অনুমতি না নিয়েই ১১ আগস্ট ২০২৪ তারিখ থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ২৩(ছ) ধারা অনুযায়ী এ অনুপস্থিতিকে পালায়ন হিসেবে গণ্য করে তাকে ওই তারিখ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুসারে নির্ধারিত ভাতা পাবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ