Home রাজনীতি আশুগঞ্জে এনসিপির কমিটিতে আ.লীগ নেতা

আশুগঞ্জে এনসিপির কমিটিতে আ.লীগ নেতা

0

শনিবার (১২ জুলাই) এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আশুগঞ্জসহ দেশের কয়েকটি উপজেলার কমিটি প্রকাশ করা হয়। এই কমিটির তালিকা এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজেও প্রকাশ পায়।

ঘোষিত তালিকায় আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য নবী হোসেন সাগরের নাম দেখা যায়। বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই স্থানীয় রাজনৈতিক অঙ্গন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া শুরু হয়।

স্থানীয় সূত্র জানায়, নবী হোসেন সাগর দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি ২০১৪ এবং ২০১৮ সালের জাতীয় নির্বাচন ও বিভিন্ন ইউপি নির্বাচনে কেন্দ্র দখলসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এমনকি ২০২৪ সালের ৪ আগস্ট আশুগঞ্জ গোলচত্বরে অনুষ্ঠিত ছাত্র ও সাধারণ মানুষের ‘বৈষম্যবিরোধী আন্দোলনে’ হামলার সময়ও তাকে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সঙ্গে সক্রিয়ভাবে অংশ নিতে দেখা গেছে।

এ বিষয়ে এনসিপির আশুগঞ্জ উপজেলা কমিটির যুগ্ম সমন্বয়ক সুফিয়ান আজাদ বলেন, “বিষয়টি জানার পর আমরা অত্যন্ত বিব্রত। তার অতীত রাজনৈতিক ইতিহাস আমাদের অজানা ছিল। আমরা বিষয়টি কেন্দ্রীয় কমিটিকে জানিয়েছি এবং দ্রুত সংশোধনী নেওয়া হবে।”

Exit mobile version