25.8 C
Khulna
Monday, July 14, 2025

সন্ত্রাসী হামলায় নিহত সোহাগের পরিবারের পাশে তারেক রহমান

রাজধানীর মিটফোর্ড এলাকায় সন্ত্রাসী হামলায় নিহত ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগের (৩৯) পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপি।

রোববার বিকেলে বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া গ্রামে নিহত সোহাগের পরিবারের খোঁজখবর নিতে যান বিএনপির কেন্দ্রীয় নেতারা। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয় এবং সবধরনের আর্থিক সহায়তার আশ্বাস দেওয়া হয়।

তারেক রহমানের পক্ষ থেকে পরিবারের প্রতি এই সহানুভূতি ও সহযোগিতার বার্তা পৌঁছে দেন দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম মণি।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নূরুল ইসলাম মণি বলেন, “সোহাগকে যারা হত্যা করেছে, তারা তার দীর্ঘদিনের ব্যবসায়িক অংশীদার ও তাদের ভাড়াটে সন্ত্রাসী। পুলিশের প্রাথমিক তদন্তেও এমনটাই উঠে এসেছে।” তিনি এই নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেন, “আমরা সরকারের কাছে জোরালোভাবে দাবি জানাই—এই জঘন্য ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।”

এরপর কাকচিড়া হাইস্কুল মাঠে আয়োজিত এক পথসভায় তিনি বলেন, “মিটফোর্ডে একটি ব্যবসায়িক বিরোধকে ‘চাঁদাবাজি’ হিসেবে প্রচার করে হত্যাকাণ্ডের দায় বিএনপির ওপর চাপানোর চেষ্টা চলছে। এটি একটি ষড়যন্ত্র, যাতে করে দেশে একটি সুষ্ঠু ও সময়োপযোগী নির্বাচন বাধাগ্রস্ত করা যায়।”

পথসভায় সভাপতিত্ব করেন পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মো. ফারুক। সভায় আরও উপস্থিত ছিলেন বরগুনা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ফজলুল হক মাস্টার, সাবেক সাংগঠনিক সম্পাদক কেএম সফিকুজ্জামান মাহফুজ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম জুয়েল এবং জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম নাভিল প্রমুখ।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ