Home আঞ্চলিক সংবাদ খুলনায় খাদ্য পরিদর্শককে অপহরণ, ভিডিও ভাইরাল

খুলনায় খাদ্য পরিদর্শককে অপহরণ, ভিডিও ভাইরাল

0

খুলনার ৪ নম্বর ঘাট এলাকা থেকে সুশান্ত কুমার মজুমদার নামে একজন খাদ্য পরিদর্শককে অপহরণের অভিযোগ উঠেছে। রোববার (১৩ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে খুলনা সদর থানাধীন ওই এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, পাঁচজন ব্যক্তি সুশান্ত কুমারকে মারধর করে জোরপূর্বক একটি ট্রলারে তুলে রূপসা নদীর দিকে নিয়ে যায়। অভিযুক্তদের মধ্যে মো. রেজা ও বাবু মণ্ডলের নাম শনাক্ত করা গেছে। তাদের সঙ্গে আরও তিনজন অজ্ঞাত ব্যক্তি ছিল। অপহরণের সময় তারা নিজেদের ‘পুলিশ সদস্য’ বলে পরিচয় দেয় এবং ভুক্তভোগীর হাতে হ্যান্ডকাফ পরিয়ে নেয় বলে জানিয়েছেন তার স্ত্রী মাধবী রানী মজুমদার।

অপহরণের পর থেকে সুশান্তের ব্যবহৃত দুটি মোবাইল ফোন বন্ধ রয়েছে। ঘটনার পরপরই তার স্ত্রী খুলনা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এতে তিনি উল্লেখ করেন, “রেজা ও বাবু মণ্ডলসহ পাঁচজন আমার স্বামীকে হ্যান্ডকাফ পরিয়ে মারধর করে একটি ট্রলারে তোলে এবং নিজেদের পুলিশের লোক হিসেবে পরিচয় দেয়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।”

খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, “অপহরণকারীরা যে পুলিশ, সে দাবি ভুয়া ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি চাঁদাবাজির ঘটনা। অপহৃত ব্যক্তিকে উদ্ধারে অভিযান চলছে। দ্রুতই ভালো ফল আসবে বলে আমরা আশাবাদী।”

এদিকে, অপহরণের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, একদল ব্যক্তি সুশান্তকে মারধর করে ট্রলারে তোলে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর জনমনে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। স্থানীয়রা দ্রুত অপহৃত কর্মকর্তার উদ্ধারের দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, সুশান্ত কুমার মজুমদার খাদ্য অধিদপ্তরের আওতাধীন খাদ্য পরিদর্শক হিসেবে খুলনার ৪ নম্বর ঘাট এলাকায় কর্মরত ছিলেন।

Exit mobile version