খুলনা মহানগরীর ৪ নম্বর ঘাট এলাকা থেকে অপহৃত খাদ্য পরিদর্শক সুশান্ত কুমার মজুমদারকে সাড়ে পাঁচ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৩ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে একদল ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয়ে তাকে অপহরণ করে। প্রত্যক্ষদর্শীদের মোবাইলে ধারণ করা ভিডিও ও ভুক্তভোগীর স্ত্রীর লিখিত অভিযোগে বিষয়টি স্পষ্ট হয়।
খুলনা সদর থানায় অভিযোগ দায়েরের পর খুলনা মেট্রোপলিটন পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে অভিযান শুরু করে। রাত সাড়ে ১২টার দিকে খুলনার তেরখাদা উপজেলার একটি বিদ্যালয়ের মাঠ থেকে তাকে উদ্ধার করা হয়। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হোসাইন মাসুম এবং কেএমপির উপপুলিশ কমিশনার (সিটিএসবি) আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
ভুক্তভোগীর স্ত্রী মাধবী রানী মজুমদার জানান, মো. রেজা ও বাবু মণ্ডল নামের দুই ব্যক্তি, সঙ্গে আরও তিনজনকে নিয়ে তার স্বামীকে হাতকড়া পরিয়ে ট্রলারে তুলে নিয়ে যান। এরপর মারধর করতে করতে ট্রলার নিয়ে জেলখানা ঘাটের দিকে যান অপহরণকারীরা। এ সময় সুশান্ত কুমারের ব্যবহৃত দুটি মোবাইল নম্বরই বন্ধ পাওয়া যায়।
অভিযোগে আরও বলা হয়, বাবু মণ্ডল পূর্বে একাধিকবার সুশান্ত কুমারের কাছে টাকা দাবি করেছিলেন, তবে তিনি রাজি হননি। পুলিশের টানা অভিযানে আতঙ্কিত হয়ে অপহরণকারীরা শেষ পর্যন্ত সুশান্ত কুমারকে ফেলে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
সুশান্ত কুমার মজুমদার খুলনার ৪ নম্বর ঘাটে খাদ্য পরিদর্শক ও ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন।