25.7 C
Khulna
Tuesday, July 15, 2025

পদ থেকে সরে এসেছি, বিএনপি ছাড়িনি : মনির খান

প্রায় তিন দশক ধরে সুরেলা কণ্ঠে কোটি বাঙালির হৃদয়ে জায়গা করে নেওয়া সংগীতশিল্পী মনির খান শুধু গানে নয়, সামাজিক ও রাজনৈতিক অঙ্গনেও সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। ক্যারিয়ারের শুরু থেকে অসংখ্য জনপ্রিয় গান উপহার দেওয়া এই গায়ক পেয়েছেন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ দেশ-বিদেশের নানা সম্মাননা। তবে গত কিছুদিন ধরে তাকে নিয়ে একটি বিভ্রান্তিকর গুজব ছড়ানো হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছেন তিনি।

সোমবার (১৪ জুলাই) দুপুরে চ্যানেল ২৪ অনলাইনকে দেওয়া এক প্রতিক্রিয়ায় মনির খান বলেন, “কে বা কারা যেন সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে, আমি নাকি বিএনপি ছেড়ে দিয়েছি। এটি পুরোপুরি ভিত্তিহীন। ২০১৮ সালের একটি পুরোনো তথ্যকে বিকৃত করে এখন ভুল তথ্য প্রচার করা হচ্ছে। আমার শ্রোতা, শুভাকাঙ্ক্ষী ও এলাকার মানুষের কাছে এই গুজব ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।”

তিনি জানান, ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত তিনি। সংগীতজীবনের শীর্ষ সময়ে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর সাধারণ সম্পাদক এবং পরে বিএনপির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

মনির খান বলেন, “২০১৮ সালে আমি অভিমান করে দলের সব কার্যক্রম থেকে সাময়িক বিরতি নিয়েছিলাম। তখন পদ ছেড়েছি ঠিকই, কিন্তু কখনোই দল ছাড়িনি। বরং দলের কঠিন সময়েও পাশে থেকেছি, ভূমিকা রেখেছি। আমি বিএনপিতে ছিলাম, আছি এবং থাকব।”

গুজবের বিষয়ে তিনি আরও বলেন, “যা ছড়ানো হচ্ছে, তা উদ্দেশ্যপ্রণোদিত। বিগত ১০ বছর ধরে এলাকার মানুষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছি। তারা আমাকে ভালোবাসে, সম্মান করে। সেই ভালোবাসার কারণেই আজ আমি এই জায়গায়।”

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, “দল যদি মনে করে আমি যোগ্য, জনগণ যদি চায়, তবে অবশ্যই নির্বাচনে অংশ নেব এবং দেশের মানুষের সেবা করব।”

সবার উদ্দেশে এই জনপ্রিয় গায়কের আহ্বান, “ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের বলব— কোনো গুজবে কান দেবেন না। সত্য জানুন, বিভ্রান্তি এড়িয়ে চলুন।”

উল্লেখ্য, বর্তমানে মনির খান নিয়মিত গান রেকর্ড করছেন এবং দেশ-বিদেশের স্টেজ শোতেও অংশ নিচ্ছেন। পাশাপাশি রাজনীতিতেও তিনি সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ