25.7 C
Khulna
Tuesday, July 15, 2025

স্লোগান দিতে দিতে লুটিয়ে পড়ে মারা গেলেন মহিলা দল নেত্রী

পাবনার ঈশ্বরদীতে বিএনপির এক নেতার কারামুক্তিকে কেন্দ্র করে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আমেনা খাতুন (৪৫) নামে মহিলা দলের এক নেত্রী মারা গেছেন। সোমবার (১৪ জুলাই) দুপুর ২টার দিকে ঈশ্বরদী পৌর শহরের পুরাতন বাস টার্মিনালে এ ঘটনা ঘটে।

আমেনা খাতুন সলিমপুর ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুল নুর।

জানা গেছে, দীর্ঘ ২০ বছর পর কারামুক্ত হয়ে দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিন নিজ এলাকায় ফিরে আসেন। তাকে স্বাগত জানাতে শহরের পুরাতন বাস টার্মিনালে এক সংবর্ধনার আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে আমেনা খাতুনের নেতৃত্বে কয়েকশ নারী নেতাকর্মী নিয়ে মহিলাদল একটি মিছিল নিয়ে সেখানে যোগ দেন।

স্লোগান দিতে দিতে অনুষ্ঠানস্থলে পৌঁছালে হঠাৎ করেই আমেনা খাতুন মাথা ঘুরে পড়ে যান। দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আ স ম আব্দুল নুর বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোক করে তিনি মারা গেছেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি, মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ