Home সারাবাংলা চুরির পর পুলিশের স্ত্রীর উপর ধর্ষণের

চুরির পর পুলিশের স্ত্রীর উপর ধর্ষণের

0

কক্সবাজারের চকরিয়ায় একটি ভাড়া বাসায় চুরি করার পর এক পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় চকরিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (১৫ জুলাই) গভীর রাতে চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় ভুক্তভোগীর স্বামী নিজ কর্মস্থলে ছিলেন। তিনি বর্তমানে ট্যুরিস্ট পুলিশে কর্মরত।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, রাত আনুমানিক ৩টার দিকে এক অজ্ঞাত যুবক ধারালো দা ও টর্চলাইট হাতে রান্নাঘরের জানালা দিয়ে ঘরে প্রবেশ করে। সে ভুক্তভোগী নারীকে ভয়ভীতি দেখিয়ে তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এরপর রান্নাঘরে নিয়ে গিয়ে অস্ত্রের মুখে ধর্ষণ করে। এ সময় ঘরে থাকা তার দুটি শিশুসন্তান আতঙ্কে কাঁদতে থাকে। পরে দুর্বৃত্ত পালিয়ে গেলে কান্নাকাটি শুনে পাশের ভাড়াটিয়ারা ছুটে আসেন।

ঘটনার পরপরই ভুক্তভোগীর স্বামী থানায় গিয়ে অভিযোগ জানান। পরদিন সকালে আনুষ্ঠানিকভাবে চকরিয়া থানায় মামলা করেন তিনি।

ওসি শফিকুল ইসলাম জানান, মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Exit mobile version