27.2 C
Khulna
Friday, July 18, 2025

এবার গোপালগঞ্জে ইউএনওর গাড়ি বহরে হামলা, ভাঙচুর

গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা কেন্দ্র করে ইউএনও’র গাড়িবহরে ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলা, পুলিশের গাড়িতে আগুন

গোপালগঞ্জ সদর উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম রকিবুল হাসানের গাড়িবহরে হামলা ও ভাঙচুর চালিয়েছে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। বুধবার (১৬ জুলাই) সদর উপজেলার গান্ধিয়াশুর এলাকায় এই ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়েছেন বলে ইউএনও নিশ্চিত করেছেন।

ওসি মির মো. সাজেদুর রহমান জানান, এনসিপির মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জ পৌর পার্কে একটি জনসভা হওয়ার কথা ছিল, যেখানে কেন্দ্রীয় নেতারা অংশ নেওয়ার কথা। তবে এই কর্মসূচি বানচালের চেষ্টা করে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ইউএনও’র গাড়িবহরে হামলা চালায়।

এর আগে একই দিন সকালে সদর উপজেলার উলপুর এলাকায় এনসিপির পদযাত্রা ঘিরে পুলিশের একটি গাড়িতে আগুন দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ