27.2 C
Khulna
Friday, July 18, 2025

গোপালগঞ্জে এনসিপি কর্মসূচিতে ছাত্রলীগের তাণ্ডব: আগুন, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত সমাবেশে হামলার ঘটনা ঘটেছে। এতে অংশ নেওয়া নেতাকর্মীরা এই হামলার জন্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগকে দায়ী করেছেন। বুধবার (১৬ জুলাই) দুপুর দেড়টার দিকে সদর উপজেলার গান্ধীয়াশুর এলাকায় এনসিপির মঞ্চে এ হামলা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই সমাবেশস্থলে জড়ো হচ্ছিলেন এনসিপির নেতাকর্মীরা। দুপুর গড়িয়ে গেলে হঠাৎ কয়েকজন যুবক সেখানে হামলা চালায়। এসময় তারা চেয়ার ছুড়ে ফেলে, ভাঙচুর করে বেশ কয়েকটি চেয়ার এবং উত্তেজনা ছড়ায়। হামলার সময় একাধিক ককটেল বিস্ফোরণের শব্দও শোনা গেছে বলে জানান উপস্থিতরা।

হামলার পর উপস্থিত এনসিপি নেতাকর্মীরা ছাত্রলীগের বিরুদ্ধে স্লোগান দেন। তারা পুলিশের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, “আপনারা যদি আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন, তবে আমাদের জানান—আমরাই নিজেদের নিরাপত্তা নিশ্চিত করবো।”

এর আগে একই দিন সকালে গোপালগঞ্জে এনসিপির কেন্দ্রীয় কর্মসূচি “জুলাই পদযাত্রা” ঘিরে উত্তেজনা দেখা দেয়। উলপুর-দুর্গাপুরের খাটিয়াগড় চরপাড়া এলাকায় পুলিশের একটি গাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে পুলিশের তিন সদস্য আহত হন।

এছাড়া সকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি বহরেও হামলা ও ভাঙচুর চালানো হয়। এতে এনসিপির দাবি অনুযায়ী, আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত ছিলেন। এসব ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ