খুলনায় আবারো ঘটলো ট্রেন দুর্ঘটনা। আজ (বুধবার) সকাল ৮টার দিকে খুলনার খালিশপুরের কদমতলা এলাকায় একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় হঠাৎ বিকট শব্দে ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে যায়। ঘনবসতিপূর্ণ এলাকায় এই দুর্ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনাস্থলে উপস্থিত রয়েছে রেলওয়ের উদ্ধারকারী দল। তারা দ্রুত উদ্ধার কাজ শুরু করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
এ ঘটনায় এখনো কোনো প্রাণহানি বা গুরুতর আহতের খবর পাওয়া যায়নি। তবে রেল চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করা হয়েছে।