34 C
Khulna
Friday, July 18, 2025

আজ ফরিদপুর যাচ্ছেন এনসিপি নেতারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) ফরিদপুরে পদযাত্রা ও পথসভা কর্মসূচি পালন করবে, যা জুলাই মাসব্যাপী চলমান পদযাত্রার ১৭তম দিনের কর্মসূচি হিসেবে অনুষ্ঠিত হচ্ছে।

দলটির যুগ্ম সদস্য সচিব (মিডিয়া) মুশফিক উস সালেহীন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ দুপুর ১২টা ৩০ মিনিটে ফরিদপুর সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে পদযাত্রা শুরু হবে এবং তা শেষ হবে জনতা ব্যাংকের মোড়ে। এরপর সেখানে অনুষ্ঠিত হবে পথসভা।

মুশফিক উস সালেহীন আরও জানান, ফরিদপুরের কর্মসূচির পর রাজবাড়ী ও মানিকগঞ্জ জেলাতেও এনসিপির পদযাত্রা অনুষ্ঠিত হবে।

এর আগে বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার ঘটনা ঘটে। আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই হামলা চালান বলে অভিযোগ করেছে এনসিপি। এতে দলটির কেন্দ্রীয় নেতারা কয়েক ঘণ্টা অবরুদ্ধ থাকেন। পরে সেনাবাহিনীর এপিসি দিয়ে তাদের উদ্ধার করে নিরাপদে নিয়ে যাওয়া হয়। বর্তমানে এনসিপির কেন্দ্রীয় নেতারা খুলনায় অবস্থান করছেন। হামলার কারণে বুধবারের মাদারীপুরের পদযাত্রা স্থগিত করা হয়েছে।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ