Home রাজনীতি ৩২ লাখ টাকা আয়, নিয়ম মেনেই ভাড়া দেওয়া হয়েছে: রেল মন্ত্রণালয়

৩২ লাখ টাকা আয়, নিয়ম মেনেই ভাড়া দেওয়া হয়েছে: রেল মন্ত্রণালয়

0

জামায়াতে ইসলামীর সমাবেশ উপলক্ষে চারটি ট্রেন ভাড়া দেওয়ায় প্রশ্ন উঠলেও এতে কোনো নিয়ম ভঙ্গ হয়নি বলে জানিয়েছে রেল মন্ত্রণালয়। শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যায় মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিয়ম মেনেই ট্রেনগুলো জামায়াতকে ভাড়া দেওয়া হয়েছে এবং এতে রেলের আয় হয়েছে ৩২ লাখ টাকা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অতীতেও বিভিন্ন রাজনৈতিক দলের সমাবেশের জন্য ট্রেন ভাড়া দেওয়া হয়েছে। এ বিষয়টি রেলের নিয়মিত বাণিজ্যিক কার্যক্রমের অংশ। ২০২৩ সালের জানুয়ারিতে আওয়ামী লীগও রাজশাহী ও যশোরে সমাবেশের জন্য আটটি ট্রেন ভাড়া নিয়েছিল।

শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের সমাবেশকে কেন্দ্র করে দলটি রাজশাহী, সিরাজগঞ্জ, ময়মনসিংহ ও চট্টগ্রাম থেকে চারটি ট্রেন ভাড়া নিয়েছে। যেসব ট্রেনের সাপ্তাহিক ছুটি শনিবার, সেগুলোই ভাড়া দেওয়া হয়েছে। ফলে সাধারণ যাত্রীদের যাতায়াতে কোনো বিঘ্ন ঘটবে না বলে দাবি করেছে রেল মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জামায়াত ট্রেন ভাড়া বাবদ নির্ধারিত ভাড়ার পাশাপাশি সার্ভিস চার্জ ও ইঞ্জিন ফি-সহ প্রায় ৩০ শতাংশ বেশি অর্থ প্রদান করেছে। সব মিলিয়ে ৩২ লাখ টাকা অগ্রিম পরিশোধ করেছে দলটি।

রেলপথ মন্ত্রণালয় বলেছে, বিশেষ ট্রেন না দিলে সমাবেশের দিন সাধারণ ট্রেনে টিকিটবিহীন যাত্রীদের চাপ বেড়ে যায়। এতে আয় কমে এবং যাত্রীসেবায় বিঘ্ন ঘটে। বিশেষ ট্রেন পরিচালনার মাধ্যমে রাজনৈতিক কর্মীরা সুশৃঙ্খলভাবে যাতায়াত করতে পারেন এবং সাধারণ যাত্রীরাও ভোগান্তি থেকে রেহাই পান।

রেলওয়ের ভাষ্য, ট্রেন ভাড়া দেওয়া একটি বাণিজ্যিক সিদ্ধান্ত—এটির সঙ্গে কোনো দলীয় রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই।

Exit mobile version