১৯ জুলাই, খুলনা
খুলনার আড়ংঘাটা বাইপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। শনিবার (১৯ জুলাই) সকালে আড়ংঘাটা বাইপাসে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত বৃদ্ধার নাম তাৎক্ষণিকভাবে জানা না গেলেও, তিনি খানজাহান আলী থানার গিলাতলা দক্ষিণপাড়ার বাসিন্দা জাহাঙ্গীরের নানি বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী যানবাহন বৃদ্ধাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
আড়ংঘাটা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত যানটি শনাক্তের চেষ্টা চলছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।