31.4 C
Khulna
Saturday, August 9, 2025

খুলনায় ১৬ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক

খুলনা নগরীকে মাদকমুক্ত করতে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) চলমান তৎপরতার অংশ হিসেবে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) একটি সফল অভিযান পরিচালনা করেছে।

গত ১৯ জুলাই ২০২৫ (শুক্রবার) বিকেলে খুলনা মহানগরীর খালিশপুর থানার অন্তর্গত বাস্তুহারা কলোনী এলাকা থেকে শফিকুল ইসলাম ওরফে রনি (৪৩) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করে ডিবি পুলিশ। গ্রেফতারকৃত রনি পাবনা জেলার ঈশ্বরদী থানার সাহাপুর এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে। বর্তমানে তিনি বাস্তুহারা কলোনীতে বসবাস করছিলেন।

অভিযানের সময় তার হেফাজত থেকে ১৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত রনিকে হাতেনাতে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

মাদকের উৎস এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ডিবি কর্মকর্তারা। কেএমপি’র পক্ষ থেকে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার আশ্বাস দেওয়া হয়েছে।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ