25.2 C
Khulna
Friday, August 8, 2025

শিক্ষাসচিবকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবেন : পিনাকী ভট্টাচার্য

অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য একটি ফেসবুক স্ট্যাটাসে কড়া বক্তব্য দিয়েছেন, যেখানে তিনি বলেন—শিক্ষাসচিবকে তিনি আগামীকাল (মঙ্গলবার) সচিবালয় থেকে “ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবেন”, এমনকি যদি পরীক্ষা স্থগিতও করা হয়, তবুও এই পদক্ষেপ নেবেন।

সোমবার দিবাগত রাতের স্ট্যাটাসে পিনাকী লেখেন, সাধারণত তিনি উপদেষ্টাদের ফোন করেন না। তবে দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই তিনি শিক্ষা উপদেষ্টা আবরার ভাইকে ফোন দেন এবং পরীক্ষা স্থগিত করার অনুরোধ জানান। তখন বাংলাদেশ সময় ছিল দুপুর ৩টা। উপদেষ্টা জানান, বিষয়টি দেখছেন।

পিনাকী ভট্টাচার্য আরও বলেন, তিনি ভাবতেও পারেননি যে শিক্ষা উপদেষ্টা নিজে এই সিদ্ধান্ত নিতে পারবেন না। পরে তিনি জানতে পারেন, শিক্ষাসচিব পরীক্ষা স্থগিতে রাজি হননি। এ বিষয়ে তিনি প্রশ্ন তোলেন, তাহলে উপদেষ্টা হিসেবে আবরার ভাইয়ের থাকার প্রয়োজন কী—বরং শিক্ষাসচিবই যেন উপদেষ্টা হন।

শেষে তিনি ফের উল্লেখ করেন, “শিক্ষাসচিবকে আমি কাল সচিবালয় থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। পরীক্ষা স্থগিত হলেও।”

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ