26.2 C
Khulna
Thursday, August 7, 2025

‘শিক্ষা উপদেষ্টা পদত্যাগ না করলে শেখ হাসিনাকে দেশে ফেরানো হবে’: নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী

শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ও সচিবালয় এলাকা। কলেজ ক্যাম্পাসে প্রায় ছয় ঘণ্টা ধরে অবরুদ্ধ রয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা। তাদের সঙ্গে রয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় কলেজের বাইরে এবং আশপাশে শত শত শিক্ষার্থী বিক্ষোভে অংশ নেয়, যারা একযোগে শিক্ষা ও আইন উপদেষ্টার পদত্যাগ দাবি করেন।

অন্যদিকে, সচিবালয়ের সামনে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপের শব্দে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এদিকে আন্দোলনের সময় একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা দ্রুত ভাইরাল হয়। ভিডিওটিতে এক যুবককে বলতে শোনা যায়, “যদি শিক্ষা উপদেষ্টাকে পদত্যাগ না করানো হয়, তাহলে আমরা টাকা তুলে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনব। শেখ হাসিনা ভালো ছিলেন।” ওই যুবকের পরনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগোসংবলিত টি-শার্ট দেখা যায়। অনেকেই দাবি করছেন, তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী। এ ছাড়া ভিডিওটি ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও শেয়ার করা হয়েছে।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ