Home রাজনীতি অন্তর্বর্তী সরকার নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাস ঠেকাতে ব্যর্থ: হেফাজত

অন্তর্বর্তী সরকার নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাস ঠেকাতে ব্যর্থ: হেফাজত

0

মাইলস্টোন ট্র্যাজেডির পর উত্তাল উত্তরা ও শিক্ষার্থীদের চলমান আন্দোলন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটি অভিযোগ করেছে, আন্দোলনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসীরা অনুপ্রবেশ করে নাশকতা চালাচ্ছে, অথচ অন্তর্বর্তী সরকার তাদের ঠেকাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) এক বিবৃতিতে হেফাজতে ইসলামের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজেদুর রহমান বলেন, “মাইলস্টোন কলেজের শিক্ষার্থীদের ৬ দফা দাবি আমরা পূর্ণ সমর্থন করি। এই দাবি শুধু স্বীকার করলেই হবে না, অন্তর্বর্তী সরকারকে তা বাস্তবায়ন করেও দেখাতে হবে।”

তারা অভিযোগ করেন, আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীরা ঢুকে পড়েছে এবং স্যাবোটাজের মাধ্যমে পরিবেশ উত্তপ্ত করে তুলছে। এ বিষয়ে উদ্বেগ জানিয়ে তারা বলেন, “দল-মত নির্বিশেষে ছাত্রলীগের এই সন্ত্রাসীদের প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। যারা আড়ালে দলীয় স্বার্থ ও অর্থের ভাগ-বাটোয়ারার লোভে এই চক্রান্তে লিপ্ত, তারা খুব শিগগিরই জনরোষে প্রত্যাখ্যাত হবে।”

বিবৃতিতে তারা আরও বলেন, “এক বছর পার হলেও অনেক ছাত্রলীগ নেতাকর্মী এখনো ধরা-ছোঁয়ার বাইরে। এই ব্যর্থতার দায় সরকারের। গোয়েন্দা সংস্থা ও প্রশাসনে মৌলিক সংস্কার আনতে ইউনূস সরকারের উপদেষ্টা পরিষদ ব্যর্থ হয়েছে। ফলে নিষিদ্ধ গোষ্ঠীটি আজও ছদ্মবেশে স্যাবোটাজ চালাতে পারছে।”

হেফাজত নেতারা মাইলস্টোন দুর্ঘটনার দায় সরকার ও সংশ্লিষ্ট সংস্থার ওপর বর্তায় বলে মন্তব্য করেন। তারা বলেন, “শুধু শিক্ষা উপদেষ্টার পদত্যাগ যথেষ্ট নয়, বিমানবাহিনীর প্রধানসহ সংশ্লিষ্ট সবার পদত্যাগ দরকার। কীভাবে উত্তরার মতো ঘনবসতিপূর্ণ এলাকায় একটি ত্রুটিপূর্ণ যুদ্ধবিমান প্রশিক্ষণের নামে ওড়ানো হলো, তার জবাব সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দিতে হবে।”

তাদের মতে, দেশের কোনো সংস্থা বা প্রতিষ্ঠান জবাবদিহিতার ঊর্ধ্বে নয়। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হলে এসব প্রশ্নের উত্তর দিতেই হবে।

Exit mobile version