বিএনপি ও শরিক দলগুলোর মধ্যে সাম্প্রতিক টানাপোড়েন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন। এক ফেসবুক স্ট্যাটাসে তিনি দলীয় শৃঙ্খলা বজায় রাখা ও কূটনৈতিক ভারসাম্য রক্ষার ওপর গুরুত্বারোপ করেন।
ইলিয়াস হোসেন বলেন, “তারেক রহমানের বক্তব্য শুনে ক্ষুব্ধ হওয়ার কিছু দেখি না। এনসিপির নাহিদ, হাসনাত কিংবা সারজিসদের কথাবার্তাও বরাবরই যুক্তিসঙ্গত ও ঐক্যপ্রবণ। ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে আলোচনা থেকেও আমি সদ্ভাব ও একতাবদ্ধতার মনোভাব পেয়েছি।”
তবে সম্প্রতি বিএনপি ও শরিক দলগুলোর মধ্যে সম্পর্ক কিছুটা শীতল হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি। এই দূরত্ব তৈরির জন্য তিনি কিছু ‘অতিউৎসাহী’ নেতাকে দায়ী করেন। তাদের মধ্যে সালাউদ্দিন, আব্বাস ও নাসিরউদ্দিন পাটোয়ারীর নাম উল্লেখ করেন তিনি।
জামায়াত-শিবির ইস্যুতে ইলিয়াস হোসেন বলেন, “যদিও কেন্দ্রীয় পর্যায়ে আপত্তিকর কিছু বলা হয়নি, তবুও সামাজিক মাধ্যমে তাদের কিছু কর্মীর উগ্র বক্তব্য বিএনপির সঙ্গে দূরত্ব সৃষ্টি করছে।”
সকল রাজনৈতিক দলকে সতর্ক করে তিনি বলেন, “দলীয় শৃঙ্খলা বজায় রেখে উস্কানিমূলক আচরণ বন্ধ করা জরুরি। আমাদের প্রকৃত চ্যালেঞ্জ আওয়ামী লীগ ও ভারতের হস্তক্ষেপ। তাই দলের ভেতর থেকে যেকোনো ধরনের আওয়ামিপন্থী বা ভারতঘেঁষা প্রভাবমুক্ত হতে হবে।”
তিনি শেষ করেন একটি ঐক্যবদ্ধ আহ্বানে— “বিরোধিতা থাকতে পারে, কিন্তু বিভক্তি নয়। দেশের বৃহত্তর স্বার্থে এখন সবচেয়ে প্রয়োজন ঐক্য।”