26.7 C
Khulna
Tuesday, August 5, 2025

জুলাইয়ের সেই রিকশাওয়ালার হাতে ‘দাঁড়িপাল্লা’, সমালোচনা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) জুলাই বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে শুরু হওয়া চারুকলা প্রদর্শনীতে একটি গ্রাফিতি ঘিরে আলোচনা ও সমালোচনা দেখা দিয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জাদুঘরে শুরু হওয়া ১৫ দিনব্যাপী এ প্রদর্শনীতে, আন্দোলনকালীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে সেলুট দেওয়া সেই রিকশাওয়ালার ছবি ব্যবহার করা হয়। তবে গ্রাফিতিতে নতুনভাবে যুক্ত করা হয় তার বাম হাতে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক, যা নিয়ে সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যায়।

মূল ছবিতে রিকশাওয়ালা ডান হাতে সেলুট জানাচ্ছিলেন, আর বাম হাত ছিল শরীরের পেছনে। কিন্তু প্রদর্শনীতে প্রদর্শিত সংস্করণে তার বাম হাতে ‘দাঁড়িপাল্লা’ থাকায় অনেক শিক্ষার্থী এটিকে ইতিহাস বিকৃতি বলে মনে করছেন। তাদের দাবি, বিশ্ববিদ্যালয় প্রশাসনের অর্থায়নে আয়োজিত প্রদর্শনীতে ইতিহাসকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে।

চবি ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসীন তার ফেসবুক পোস্টে লেখেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন জুলাইকে আর কত ছোট করবে? ধিক্কার জানানোর ভাষা নেই।”

এ বিষয়ে চারুকলা প্রদর্শনীর দায়িত্বে থাকা চাকসু কেন্দ্রের পরিচালক অধ্যাপক মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, “প্রশাসনের পক্ষ থেকে প্রদর্শনী আয়োজনে কোনো শর্ত বা চাপ দেওয়া হয়নি। আমি কোনো চাপের মধ্যে কাজ করি না। তাই একে প্রশাসনের ষড়যন্ত্র বলা ভিত্তিহীন।”

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ