রাজধানীর মিরপুর সাড়ে-১১ নম্বরে সিটি ক্লাব মার্কেটের বিপরীতে অবস্থিত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান কসমো স্কুলের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৩ জুলাই) দুপুর ১টার দিকে এ আগুন লাগে।
অগ্নিকাণ্ডের ফলে পাঁচতলা ভবনজুড়ে ঘন ধোঁয়ার সৃষ্টি হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনের সূত্রপাত হয়েছে স্কুলের জেনারেটর রুম থেকে।
ফায়ার সার্ভিস জানায়, আগুন নিয়ন্ত্রণে দুটি ইউনিট কাজ করছে। একইসঙ্গে, স্কুলের শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নিতে সহায়তা করছে এলাকাবাসী।