উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় নিহত শিক্ষক মাহেরীন চৌধুরীর স্মরণে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে জেলা প্রশাসন। বুধবার (২৩ জুলাই) নীলফামারীর জলঢাকা উপজেলার বগুলাগাড়ি চৌধুরীপাড়ায় অবস্থিত মাহেরীনের কবরস্থানে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান ও পুলিশ সুপার এএফএম তারিক হোসেন খান উপস্থিত হয়ে শ্রদ্ধা নিবেদন করেন ও আত্মার মাগফেরাত কামনায় প্রার্থনা করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলার নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন, জলঢাকা থানার ওসি আরজু মো. সাজ্জাদ হোসেনসহ জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মাহেরীনের পৈত্রিক বাড়ি বগুলাগাড়ি গ্রামে। তিনি তার বাবা মহিতুর রহমান চৌধুরী ও মা সাবেরা চৌধুরীর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হয়েছেন। তিনি বগুলাগাড়ি স্কুল অ্যান্ড কলেজের নির্বাহী কমিটির সভাপতি ছিলেন।
প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহুবার রহমান বলেন, “মাহেরীন চৌধুরী ছিলেন শুধু একজন শিক্ষকই নন, ছিলেন মানবতা ও দায়িত্ববোধের উজ্জ্বল উদাহরণ। নিজের জীবন বাঁচাতে পারতেন, কিন্তু অন্যদের রক্ষায় আত্মত্যাগের পথ বেছে নিয়েছেন। তার এই সাহসিকতা আমাদের প্রতিদিন নতুনভাবে অনুপ্রাণিত করে।”
গত সোমবার (২১ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুলের জুনিয়র সেকশনের ক্লাসরুমে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে থাকা মাহেরীন চৌধুরী পাশের ভবন থেকে কয়েকজন শিশু শিক্ষার্থীকে নিরাপদ স্থানে সরিয়ে নেন। কিন্তু শেষপর্যন্ত নিজেই আগুনে আটকা পড়ে মারাত্মকভাবে দগ্ধ হন এবং ঘটনাস্থলেই প্রাণ হারান। তার এই আত্মত্যাগ আজ জনমনে অমলিন হয়ে রয়ে গেছে।