খুলনা, ২৪ জুলাই:
খুলনার রূপসা ঘাটে পল্টনের ফাঁক দিয়ে নদীতে পড়ে গিয়ে এক ৪ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ বুধবার (২৪ জুলাই) রাতে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটি পরিবারের সদস্যদের সঙ্গে ঘাট এলাকায় ঘুরতে আসে। হঠাৎ করে পল্টনের ফাঁক দিয়ে সে রূপসা নদীতে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করে এবং শিশুটিকে অচেতন অবস্থায় পানি থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা অভিযোগ করেছেন, ঘাটে নিরাপত্তা ব্যবস্থা ও সুরক্ষাবেষ্টনী না থাকায় এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে। তারা দ্রুত ঘাট এলাকায় নিরাপত্তা জোরদার ও পল্টনের ফাঁক বন্ধের দাবি জানান।
শিশুটির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।।