মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখার প্রধান শিক্ষক খাদিজা আক্তার জানিয়েছেন, বুধবার রাত সাড়ে ৯টা পর্যন্ত তিনজন ছাত্রী ও দুইজন অভিভাবকের কোনো খোঁজ পাওয়া যায়নি। সংশ্লিষ্ট পরিবারগুলো বিষয়টি স্কুল কর্তৃপক্ষকে অবহিত করেছে।
এর আগে, যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত, আহত ও নিখোঁজ শিক্ষার্থী ও অভিভাবকদের প্রকৃত সংখ্যা নির্ধারণ এবং নাম-ঠিকানাসহ একটি তালিকা প্রস্তুতের জন্য ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করে মাইলস্টোন কর্তৃপক্ষ। জানা গেছে, আজ দিনভর ওই কমিটি একাধিক বৈঠক করেছে।
এদিকে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এর মর্গে ছয়টি অজ্ঞাতনামা মরদেহ রয়েছে, যেগুলোর এখনও পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
যেসব পরিবারের সদস্য বা সন্তান নিখোঁজ রয়েছে, তাদের মালিবাগের সিআইডি কার্যালয়ে গিয়ে ডিএনএ নমুনা দিতে অনুরোধ করেছে মন্ত্রণালয়। নমুনা সংগ্রহের পর দ্রুত ডিএনএ পরীক্ষা করে মরদেহগুলোর পরিচয় নিশ্চিত করা হবে বলেও জানানো হয়েছে।