Home রাজনীতি ভারত সরকারের অনাগ্রহ দিল্লিতে আ.লীগ নেতাদের সংবাদ সম্মেলন শেষ মুহূর্তে বাতিল

ভারত সরকারের অনাগ্রহ দিল্লিতে আ.লীগ নেতাদের সংবাদ সম্মেলন শেষ মুহূর্তে বাতিল

0

দিল্লির নীতিনির্ধারকদের নিরুৎসাহনের ফলে গোপালগঞ্জে সেনাবাহিনীর কথিত নৃশংসতা ও ‘জুলাই গণহত্যা’ নিয়ে আওয়ামী লীগ নেতাদের পূর্বঘোষিত সংবাদ সম্মেলন শেষ পর্যন্ত স্থগিত করা হয়েছে। যদিও আয়োজকরা দাবি করেছেন, ঢাকা মাইলস্টোন স্কুলে সংঘটিত মর্মান্তিক ঘটনার কারণেই সংবাদ সম্মেলনটি স্থগিত করা হয়েছে।

সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গতকাল (বুধবার) স্থানীয় সময় বিকাল সাড়ে ৫টায়, দিল্লির প্রেস ক্লাবে। আয়োজক হিসেবে ছিলেন মোহাম্মদ আলী সিদ্দিকী, যিনি নিজেকে ‘বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ’ (BHRW) নামের একটি সংগঠনের যুক্তরাষ্ট্র চ্যাপ্টারের মহাসচিব হিসেবে পরিচয় দেন। তবে অনুসন্ধানে জানা গেছে, বাংলাদেশে এ ধরনের কোনো সংগঠনের অস্তিত্ব নেই।

সংবাদ সম্মেলনের আমন্ত্রণপত্রে জানানো হয়, আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও কেন্দ্রীয় নেতারা—যাদের মধ্যে ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির নানক, ড. হাছান মাহমুদ, আসাদুজ্জামান খান কামাল এবং মুহিবুল হাসান চৌধুরী নওফেল—গোপালগঞ্জের ঘটনায় সেনাবাহিনীর ‘নৃশংসতা’ ও ‘জুলাই গণহত্যা’ নিয়ে বক্তব্য রাখবেন।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কে সম্ভাব্য বিরূপ প্রভাবের বিষয়টি মাথায় রেখেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে ঢাকার পক্ষ থেকে অনানুষ্ঠানিকভাবে সতর্ক করা হয়। ভারতের পক্ষ থেকেও স্পষ্ট করা হয়েছে, তারা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নির্দিষ্ট কোনো দলকে সমর্থন করে না—এটাই তাদের নীতিগত অবস্থান।

প্রতিবেদনে আরও জানানো হয়, শুরুতে দিল্লির কিছু মহল থেকে সংবাদ সম্মেলনের আয়োজনের বিষয়ে সবুজ সংকেত মিললেও পরে তা প্রত্যাহার করে নেয়া হয় এবং আয়োজকদের নিরুৎসাহিত করা হয়। দিল্লির একাধিক কূটনৈতিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সংবাদ সম্মেলনে আগত সাংবাদিকদের কাছে মোহাম্মদ আলী সিদ্দিকী দুঃখ প্রকাশ করে বলেন, “পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলনটি স্থগিত করা হয়েছে। উপযুক্ত সময়ে আবার এটি আয়োজন করা হবে।” তিনি দাবি করেন, মাইলস্টোন স্কুল দুর্ঘটনায় বহু শিশু নিহত হওয়ায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তবে মোহাম্মদ আলী সিদ্দিকীর পরিচিতি নিয়ে প্রশ্ন উঠেছে। তিনি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ছিলেন, কিন্তু ২০২০ সালে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত হন। এর আগেও বিতর্কিত কর্মকাণ্ডের জন্য একাধিকবার বহিষ্কারের মুখে পড়েন।

এদিকে, ‘বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ’ নামে পরিচিত কোনো সংগঠনের অস্তিত্ব বাংলাদেশে নেই বলে নিশ্চিত করেছেন মানবাধিকারকর্মীরা। কেউই এই নামে কোনো সংস্থার নাম শোনেননি বলেও জানান।

সব মিলিয়ে, রাজনৈতিক প্রভাব, বিতর্কিত পরিচয় ও আন্তর্জাতিক কূটনৈতিক সংবেদনশীলতার কারণে বহুল আলোচিত এই সংবাদ সম্মেলন শেষ মুহূর্তে পিছিয়ে যায়।

Exit mobile version