ফৌজদারি কার্যবিধি (সিআরপিসি) সংশোধনের একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। সংশোধিত বিধান অনুযায়ী, কাউকে গ্রেপ্তার করার পর সর্বোচ্চ ১২ ঘণ্টার মধ্যে তার পরিবার, বন্ধু বা আইনজীবীর সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানাতে হবে।
বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। এর আগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
উল্লেখ্য, বিদ্যমান আইনে গ্রেপ্তারের ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার বাধ্যবাধকতা রয়েছে। পাশাপাশি, গ্রেপ্তারের পরপরই সংশ্লিষ্ট ব্যক্তির পরিবারকে অবহিত করার নির্দেশ রয়েছে উচ্চ আদালতের।