27.9 C
Khulna
Thursday, July 31, 2025

কুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক মাকসুদ হেলালী

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক। বৃহস্পতিবার (২৪ জুলাই) শিক্ষা মন্ত্রণালয় আগামী চার বছরের জন্য তাকে উপাচার্য হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে।

এর আগে ছাত্ররাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্রদল, বহিরাগত এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়, যাতে শতাধিক শিক্ষার্থী আহত হন। ওই ঘটনার পর ২৫ এপ্রিল উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয় মন্ত্রণালয়।

পরে ১ মে চুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক হযরত আলীকে অন্তর্বর্তীকালীন উপাচার্য করা হলেও শিক্ষক সমিতির আন্দোলনের মুখে ২২ মে তিনি পদত্যাগ করেন। এরপর থেকে শিক্ষক সমিতির ক্লাস বর্জন কর্মসূচি ও প্রশাসনিক অচলাবস্থার কারণে কুয়েটে প্রায় ৫ মাস ধরে ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে।

দীর্ঘদিন ধরে শিক্ষক ও শিক্ষার্থীদের দাবির মুখে উপাচার্য নিয়োগে স্বস্তি ফিরেছে ক্যাম্পাসে। এবার শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষায় ক্লাস চালুর অনুরোধ জানিয়েছেন অভিভাবকরাও।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ