27.9 C
Khulna
Thursday, July 31, 2025

জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের বিরুদ্ধে বিক্ষোভ

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এলাকায় জুমার নামাজের পর বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

জুমার নামাজ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেটে মুসল্লিরা স্লোগান দিতে দিতে জমায়েত হন। জমিয়তে উলামায়ে ইসলামের উদ্যোগে সেখানে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীসহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

এছাড়াও ‘ইনতিফাদা বাংলাদেশ’-এর ব্যানারে আলেম-ওলামারা ফেস্টুন-ব্যানারসহ উত্তর গেটের সামনে জমায়েত হন এবং সেখান থেকেও একটি পৃথক বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে দেশের বিশিষ্ট আলেমরা অংশ নেন।

বক্তারা বলেন, গাজায় নিরীহ শিশু ও সাধারণ মানুষ যখন গণহত্যার শিকার হয়, তখন জাতিসংঘ নিশ্চুপ থাকে। বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলমানরা নির্যাতনের শিকার হলেও জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যকর কোনো উদ্যোগ দেখা যায় না। বরং যেসব দেশে কমিশনের কার্যালয় আছে, সেখানেও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে চলেছে।

তারা স্পষ্টভাবে জানান, বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপন কোনোভাবেই মেনে নেওয়া হবে না। অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল না করলে দেশজুড়ে তীব্র আন্দোলনের ডাক দেওয়া হবে।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ