ফুলতলা (খুলনা):
একটি অবুঝ শিশুকে এভাবে ফেলে দিতে পারে— এমন হৃদয়বিদারক প্রশ্ন ছুঁয়ে গেছে ফুলতলার সাধারণ মানুষকে। উপজেলার মিস্ত্রিপাড়ায় জঞ্জালের স্তূপ থেকে আজ ভোরে এক ফুটফুটে কন্যাশিশুকে উদ্ধার করেছে এলাকাবাসী। শিশুটির কান্নার শব্দে ঘুম ভাঙে স্থানীয়দের। পরে তারা দ্রুত তাকে উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতাল সূত্র জানায়, শিশুটি সম্পূর্ণ সুস্থ রয়েছে।
এই হৃদয়স্পর্শী ঘটনার পরই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। শিশুটিকে দত্তক নিতে অনেক শিশুপ্রেমী ব্যক্তি আগ্রহ প্রকাশ করছেন। বর্তমানে শিশুটিকে সরকারি ব্যবস্থাপনায় সুরক্ষিত রাখা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাসনীম জাহান জানান, “বিধি অনুযায়ী উপজেলা সমাজসেবা কমিটির সিদ্ধান্তে শিশুটিকে একটি নিরাপদ ‘সেভ হোমে’ হস্তান্তর করা হবে। সেখান থেকেই দত্তক নিতে আগ্রহী সম্মানিত ব্যক্তিরা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।”
এই ঘটনার পর শিশু সুরক্ষা ও সচেতনতায় প্রশাসনসহ সমাজের সকলে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। মানবিকতার জয়গান তুলে ধরে অনেকেই বলছেন— যে শিশু অবহেলিতভাবে ফেলে দেওয়া হয়েছিল, তার ভবিষ্যৎ যেন ভালোবাসা ও নিরাপত্তায় ভরে ওঠে।