27.9 C
Khulna
Thursday, July 31, 2025

৮টি আইকনিক মসজিদ নির্মাণে ২৪৪ কোটি টাকা দেবে সৌদি সরকার

বাংলাদেশে আটটি আইকনিক মসজিদ নির্মাণে সৌদি সরকার ২৪৪ কোটি টাকা অনুদান দেবে। সৌদি রাজকীয় অনুদান (রয়্যাল গ্রান্ট) থেকে এ অর্থ প্রদান করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ।

রবিবার (২৭ জুলাই) সচিবালয়ে ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সাথে সাক্ষাৎকালে তিনি এ তথ্য জানান। পরে ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

ধর্ম উপদেষ্টা জানান, মসজিদ নির্মাণের কাজ দ্রুত শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে কয়েকটি বিভাগ জমি বরাদ্দের প্রস্তাব দিয়েছে, বাকিগুলোর ব্যাপারে সংশ্লিষ্টদের সাথে নিয়মিত যোগাযোগ চলছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। বর্তমানে সৌদিতে প্রায় ৩২ লাখ বাংলাদেশি কর্মরত রয়েছেন, যারা রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে বড় অবদান রাখছেন। অন্যদিকে সৌদি ভিশন-২০৩০ বাস্তবায়নেও বাংলাদেশিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

চলতি বছর হজ ব্যবস্থাপনা সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় উপদেষ্টা সৌদি সরকার ও হজ ও ওমরাহ মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান। একই সঙ্গে আগামী হজ মৌসুমে মিনায় ওয়াশরুম সংখ্যা বৃদ্ধি, পানি ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং তাঁবুতে বিছানার আকার বড় করার বিষয়ে অনুরোধ জানান।

জবাবে সৌদি রাষ্ট্রদূত বলেন, তিনি এসব প্রস্তাব তার দেশের সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে তুলে ধরবেন। এছাড়া বাংলাদেশে সৌদি বিনিয়োগ ও সহযোগিতা আরও বাড়ানোর আশ্বাস দেন তিনি।

সাক্ষাতে আরও আলোচনা হয় হজযাত্রীদের লাগেজ পরিবহনে আরএফআইডি ট্যাগ সংযোজন, ঢাকায় অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট স্থাপনসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে।

সাক্ষাৎকালে ধর্মসচিব এ কে এম আফতাব হোসেন প্রামাণিক ও হজ অনুবিভাগের যুগ্মসচিব ড. মো. মঞ্জুরুল হক উপস্থিত ছিলেন।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ