বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য আবারও লন্ডনে যাচ্ছেন। দলের নির্ভরযোগ্য সূত্র ও চিকিৎসক বোর্ডের সুপারিশ অনুযায়ী এই সফর হচ্ছে বলে রোববার সন্ধ্যায় গণমাধ্যমকে নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে, লন্ডনে তাঁর চিকিৎসার ফলোআপকে অত্যন্ত জরুরি বলে মনে করছেন চিকিৎসকরা। এর আগে ২০২৪ সালের ৮ জানুয়ারি তিনি চিকিৎসার জন্য লন্ডন যান এবং সেখানে প্রায় চার মাস অবস্থান করেন। প্রথম এক মাস তিনি হাসপাতালে ভর্তি ছিলেন এবং পরবর্তী তিন মাস তিনি বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় থেকে চিকিৎসা গ্রহণ করেন।
এর আগে দীর্ঘদিন ধরে খালেদা জিয়া নানা রোগে ভুগছিলেন। বিএনপি, তাঁর পরিবার ও বিভিন্ন মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে বারবার উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর আহ্বান জানানো হলেও, তৎকালীন সরকার সে অনুরোধ উপেক্ষা করে। আন্তর্জাতিক মহল থেকেও এ বিষয়ে উদ্বেগ জানানো হয়েছিল।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে তৎকালীন সরকার পদত্যাগ করে। এরপর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সম্পূর্ণ মুক্ত হন এবং সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়। মধ্যপ্রাচ্যের দেশ কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তিনি সেদিন ঢাকা ত্যাগ করেন।
বর্তমানে তাঁর স্বাস্থ্যের উন্নয়নের লক্ষ্যে এবং পূর্ববর্তী চিকিৎসার ফলোআপের জন্য তিনি আবারও লন্ডনে যাচ্ছেন বলে দলীয় সূত্র জানিয়েছে।