গাজীপুরের টঙ্গীতে ম্যানহোলে পড়ে নিখোঁজ হওয়া নারীর পরিচয় শনাক্ত করা হয়েছে। তার নাম ফারিয়া তাজনিম জ্যোতি (৩২)। বিষয়টি নিশ্চিত করেছেন তার চাচাতো বোন সুকতারা ইসলাম ঐশী।
ঐশী জানান, জ্যোতি রাজধানীর মিরপুরে বসবাস করতেন। তিনি ‘মনি ট্রেডিং কর্পোরেশন’ নামক একটি প্রতিষ্ঠানে ন্যাশনাল সেলস ম্যানেজার পদে কর্মরত ছিলেন। তার বাড়ি চুয়াডাঙ্গা সদর থানার বাগানপাড়ায়। তিনি মৃত ওলিউল্লাহ আহম্মেদ বাবলুর মেয়ে।
জানা গেছে, রোববার (২৭ জুলাই) রাত ৯টার দিকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালের সামনে খোলা একটি ম্যানহোলে পড়ে যান তিনি।
চাচাতো বোন ঐশী বলেন, “আমার বোন চিকিৎসার জন্য ইম্পেরিয়াল হাসপাতালে গিয়েছিলেন। পরে ফেসবুক ও বিভিন্ন টেলিভিশনের সংবাদে জানতে পারি, একজন নারী ম্যানহোলে পড়ে নিখোঁজ হয়েছেন। এরপর পরিবারের লোকজন তার মোবাইলে একাধিকবার ফোন দিলেও বন্ধ পাওয়া যায়। পরে হোসেন মার্কেট এলাকায় এসে নিশ্চিত হই, ঘটনাস্থলটি এখানেই। তখন থেকেই আমরা অপেক্ষা করছি। এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, নিখোঁজ নারী তিনিই কিনা।”
এ সময় স্থানীয় পথচারী সোহাগ মিয়া জানান, “আমি ভাইয়ের জন্য রাস্তায় অপেক্ষা করছিলাম। হঠাৎ দেখি একজন নারী খোলা ম্যানহোলে পড়ে যান। আমরা দুই ভাই সঙ্গে সঙ্গে ম্যানহোলে নেমে তাকে উদ্ধারের চেষ্টা করি, কিন্তু তিনি পানির তোড়ে তলিয়ে যান। ফায়ার সার্ভিসও আমাদের সঙ্গে যুক্ত হয়ে খোঁজাখুঁজি করে। রাত দেড়টা পর্যন্ত তল্লাশি চলেছে।”
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দীর্ঘ সময় চেষ্টার পরও জ্যোতিকে খুঁজে পাওয়া যায়নি। সোমবার সকাল থেকে ডুবুরি দল আবারো উদ্ধার অভিযান শুরু করেছে।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম জানান, “টঙ্গী ফায়ার স্টেশনের তিনটি ইউনিট উদ্ধার অভিযানে অংশ নিচ্ছে। এখনও নিখোঁজ নারীকে পাওয়া যায়নি। আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”
স্থানীয়রা অভিযোগ করেছেন, গাজীপুর সিটি করপোরেশনের দায়িত্ত্বহীনতায় সড়কের পাশে এমন ঝুঁকিপূর্ণ খোলা ম্যানহোল দুর্ঘটনার জন্য দায়ী।