খুলনার লবনচরা থানাধীন দক্ষিণ মোল্লা সুমন গলিতে ছুরিকাঘাতে আহত হয়েছেন মাহফুজুর রহমান (২৫) নামে এক কলেজছাত্র। তিনি অনার্স দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটের দিকে কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ তার ওপর হামলা চালায় এবং ছুরি দিয়ে আঘাত করে দ্রুত পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার কারণ জানতে তদন্ত চলছে এবং হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।