Home জাতীয় সমন্বয়ক রিয়াদকে সাহায্য করা নিয়ে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বিবৃতি

সমন্বয়ক রিয়াদকে সাহায্য করা নিয়ে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বিবৃতি

0

গুলশানে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হওয়া আবদুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদের পরিবারের পাকা ভবন নির্মাণে আস-সুন্নাহ ফাউন্ডেশনের অর্থ সহায়তা পাওয়ার দাবিকে অস্বীকার করেছে সংস্থাটি।

মঙ্গলবার (২৯ জুলাই) এক বিজ্ঞপ্তিতে আস-সুন্নাহ ফাউন্ডেশন জানিয়েছে, রিয়াদ, তার বাবা আবু রায়হান কিংবা মা রেজিয়া বেগম—তিনজনের কেউই তাদের উপকারভোগীর তালিকায় নেই। এমনকি তাদের বিকাশ নম্বরেও কোনো লেনদেন হয়নি বলে জানানো হয়।

এর আগে একটি প্রতিবেদনে রিয়াদের মা রেজিয়া বেগম দাবি করেন, বন্যার পর সরকারের দেওয়া ঢেউটিন বিক্রির পাশাপাশি আস-সুন্নাহ ফাউন্ডেশন থেকে ৫০ হাজার টাকা পেয়েছেন, যা ঘর নির্মাণে খরচ করা হয়েছে।

উল্লেখ্য, আবদুর রাজ্জাক ওরফে রিয়াদ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত। গত ২৭ জুলাই তিনি গুলশানে আওয়ামী লীগ নেত্রী ও সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় চাঁদার টাকা নিতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হন।

Exit mobile version