টাঙ্গাইল, ৩০ জুলাই:
টাঙ্গাইলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় শিক্ষার্থীদের জোরপূর্বক অংশগ্রহণ করানোর অভিযোগে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
বুধবার (৩০ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শহরে মিছিল করে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় তারা ‘শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি চলবে না’ স্লোগান দেন।
বক্তারা অভিযোগ করেন, ২৯ জুলাই ক্লাস চলাকালীন এনসিপির নেতারা স্কুলে প্রবেশ করে শিক্ষকদের অনুমতি ছাড়াই শিক্ষার্থীদের পদযাত্রায় অংশ নিতে বাধ্য করেন। ঘটনার প্রতিবাদে শিক্ষক-নেতাদের মধ্যে কথাকাটাকাটির সৃষ্টি হয় এবং পরে স্কুল ছুটি দেওয়া হয়।
বক্তারা দায়ীদের শাস্তি ও জনসম্মুখে ক্ষমা চাওয়ার দাবি জানান, না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
অভিযোগের বিষয়ে এনসিপি টাঙ্গাইল জেলা প্রধান সমন্বয়কারী মাসুদুর রহমান রাসেল দুঃখ প্রকাশ করে বলেন, ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না।
স্কুলের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন জানান, ক্লাস চলাকালে ছাত্রদের ছাড়া সম্ভব নয় জানালেও পরে ছুটির পর কেউ অংশ নিয়ে থাকতে পারে, তবে তা তার জানা নেই।
সূত্র:সমকাল