26.4 C
Khulna
Friday, August 1, 2025

জামায়াত আমিরের হার্টে ৩ ব্লক, জরুরি সার্জারির সিদ্ধান্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের হৃদযন্ত্রে তিনটি গুরুতর ব্লক ধরা পড়েছে। বুধবার (৩০ জুলাই) রাজধানীর একটি হাসপাতালে কার্ডিওলজিস্ট ডা. মমিনুজ্জামানের তত্ত্বাবধানে এনজিওগ্রাম করার পর এই সমস্যার বিষয়টি শনাক্ত হয়। চিকিৎসকরা এনজিওপ্লাস্টির পরিবর্তে জরুরি ভিত্তিতে বাইপাস সার্জারির পরামর্শ দিয়েছেন।

দলীয় সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে বক্তৃতা করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ডা. শফিকুর রহমান। এরপর থেকে তাকে হাসপাতালে ভর্তি রেখে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এনজিওগ্রামের ফলাফলে হৃদযন্ত্রে তিনটি মেজর ব্লক ধরা পড়ায় চিকিৎসকেরা দ্রুত সার্জারির প্রয়োজনীয়তার কথা জানান।

তার ব্যক্তিগত সহকারী মোহাম্মদ নজরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে বিদেশে চিকিৎসার বিষয়টি বিবেচনায় আনা হলেও ডা. শফিকুর রহমান তা প্রত্যাখ্যান করেছেন। তিনি দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি পূর্ণ আস্থা রেখেছেন।

বর্তমানে সার্জারির জন্য প্রয়োজনীয় প্রস্তুতি চলছে। তার পরিবার ও দল দেশবাসীর কাছে দোয়া কামনা করেছে।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ