Home আঞ্চলিক সংবাদ খুলনায় করোনায় আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু

খুলনায় করোনায় আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু

0

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মো. রকমান (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে, বুধবার সকালে করোনায় রতিকান্ত ডাকুয়া (৮৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়। এ নিয়ে খুমেক হাসপাতালে চলতি বছরে করোনায় চারজন রোগীর মৃত্যু হয়েছে।খুমেক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) এবং করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. খান আহমেদ ইশতিয়াক বলেন, বুধবার দিবাগত রাত সাড়ে ১১টায় মো. রকমান নামে এক যুবক খুমেক হাসপাতালে ভর্তি হয়। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে করোনা ইউনিটের রেড জোনে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি খুলনা মহানগরীর হরিণটানার রায়ের মহল এলাকার বাসিন্দা মো. আনোয়ারের ছেলে।

Exit mobile version