30 C
Khulna
Wednesday, August 6, 2025

সমাবেশের জন্য ২০ কোচের ট্রেন ভাড়া করেছে ছাত্রদল

আসন্ন ছাত্র সমাবেশে অংশগ্রহণ নিশ্চিত করতে চট্টগ্রাম থেকে ঢাকায় ছাত্রদের আনতে ২০ কোচের একটি বিশেষ ট্রেন ভাড়া করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। রাজধানীর শাহবাগে আগামী রোববার (৩ আগস্ট) এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চল কার্যালয় থেকে পাঠানো এক জরুরি বার্তায় চট্টগ্রাম ও ঢাকা বিভাগের রেল কর্মকর্তাদের ট্রেন পরিচালনা সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।

রেলওয়ের পাঠানো বার্তায় বলা হয়েছে, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের অনুরোধে চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম রুটে একটি পিএইচটি টাইপের বিশেষ ট্রেন চালু করা হবে। এতে ২০টি কোচ থাকবে, যার মাধ্যমে ১ হাজার ১২৬ জন যাত্রী পরিবহন করা সম্ভব হবে।নির্ধারিত সময়সূচী অনুযায়ী, বিশেষ ট্রেনটি ৩ আগস্ট সকাল ৭টা ১৫ মিনিটে চট্টগ্রাম থেকে ছেড়ে দুপুর ১টা ১৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে। সমাবেশ শেষে ওই দিন সন্ধ্যা ৭টায় ট্রেনটি ঢাকার কমলাপুর স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে পরদিন ৪ আগস্ট রাত ১টায় পৌঁছাবে।

রেলওয়ের বার্তায় আরও বলা হয়েছে, ট্রেন পরিচালনার আগে ভাড়াসহ প্রয়োজনীয় আনুষঙ্গিক চার্জ আদায়ের দায়িত্ব পালন করবে চট্টগ্রামের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা। রেক গঠন, ইঞ্জিন ও ক্রু সরবরাহ, ট্রেনের পরিষ্কার-পরিচ্ছন্নতা, বৈদ্যুতিক সরঞ্জাম এবং নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। ট্রেন চলাচলের সময় ঢাকা ও চট্টগ্রাম স্টেশন থেকে আরএনবি (রেলওয়ে নিরাপত্তা বাহিনী) নিয়োজিত থাকবে।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ