Home সারাবিশ্ব সন্তানকে বিমানবন্দরে ফেলে বেড়াতে গেলেন বাবা-মা

সন্তানকে বিমানবন্দরে ফেলে বেড়াতে গেলেন বাবা-মা

0

বাড়ি থেকে বেড়াতে বেরিয়েছিলেন এক দম্পতি। সঙ্গে ছিলেন ১০ বছরের সন্তানও। কিন্তু স্পেনের এক বিমানবন্দরে পৌঁছে চেক-ইনের সময় দেখা গেল, ছেলের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে। দম্পতি নিজেদের ভ্রমণ পরিকল্পনা বাদ না দিয়ে ছেলেকে বিমানবন্দরে রেখেই বিমানে উঠে পড়েন!

দ্য নিউ ইয়র্ক পোস্ট-এর প্রতিবেদনে বলা হয়, ঘটনার দিন ওই দম্পতি ও তাদের সন্তান বিদেশ ভ্রমণের উদ্দেশ্যে বিমানবন্দরে পৌঁছান। নথি যাচাইয়ের সময় জানা যায়, শিশুটির পাসপোর্ট আর বৈধ নয়। অথচ বিমানের ওঠার সময় চলে আসায় তাঁরা ছেলেকে বিমানবন্দরের টার্মিনালে রেখে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন।দম্পতির দাবি ছিল, তারা ছেলেকে শুধু বিমানবন্দর পর্যন্ত এনেছেন এবং এক আত্মীয় এসে তাকে নিয়ে যাবেন। যদিও দীর্ঘ সময় কেটে গেলেও কেউ আসেনি।

একপর্যায়ে ছোট ছেলেটি কান্না শুরু করলে নিরাপত্তাকর্মীরা এগিয়ে আসেন। তার সঙ্গে কথা বলে তারা জানতে পারেন, বাবা-মা তাকে সঙ্গে করে বেড়াতে আনার কথা বলেছিল, কিন্তু শেষ পর্যন্ত তাকে ফেলে চলে গেছে।

নিরাপত্তাকর্মীরা সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন। ছেলেটির দেওয়া তথ্য অনুযায়ী দম্পতির আসনসংখ্যা ও ফ্লাইট শনাক্ত করা হয়। বিমানটি ইতোমধ্যে অন্য এক বিমানবন্দরে অবতরণ করলেও বিমানবন্দর ছাড়ার আগেই পুলিশ তাদের ব্যাগপত্র আটকে দেয় এবং অভিভাবক দুজনকেই সেখানেই আটক করে।

পরে তাদের ফেরত পাঠানো হয় সেই বিমানবন্দরে, যেখান থেকে তারা ছেলেকে ফেলে রেখে এসেছিল।

এর আগে ২০১৮ সালে জার্মানিতেও একই ধরনের ঘটনা ঘটেছিল। এক দম্পতি বিমানে উঠতে গিয়ে ভুলেই গিয়েছিলেন তাদের পাঁচ বছরের কন্যাকে, যাকে বিমানবন্দরেই ফেলে রেখেছিলেন তারা।

Exit mobile version