32.1 C
Khulna
Tuesday, August 5, 2025

খুলনায় ঘের ব্যবসায়ীকে গলা কেটে হত্যা: আতঙ্কে এলাকা

খুলনার দৌলতপুরের মহেশ্বরপাশা এলাকায় আল আমিন (৩৮) নামে এক ঘের ব্যবসায়ীকে গলা কেটে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৩ জুলাই) রাত ৯টার দিকে মহেশ্বরপাশা বণিকপাড়া খানাবাড়ি সড়কে তাকে হত্যার পর ফেলে রেখে যায় হত্যাকারীরা। নিহত আল আমিন মহেশ্বরপাশা দিঘীর পূর্বপাড় এলাকার সাহেদ আলীর ছেলে।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কালো রঙের একটি পালসার মোটরসাইকেলসহ গলাকাটা অবস্থায় এক যুবকের মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চলন্ত মোটরসাইকেলেই তাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়। নিহতের পরনে ছিল গেঞ্জি ও গ্যাবাডিনের প্যান্ট।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আল আমিন প্রতিদিনের মতো রাতে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় মহেশ্বরপাশা উত্তর বণিকপাড়া এলাকার পল্লবের বাড়ির সামনে সড়কে দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করে। ঘটনার পর দ্রুতই সেখান থেকে পালিয়ে যায় তারা।

খুনের পরপরই দৌলতপুর থানা পুলিশ এবং পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। আশপাশের বাড়ি ও দোকানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তবে এলাকাবাসীর অনেকে এ ঘটনায় মুখ খুলতে অনিচ্ছুক, যা তদন্তে কিছুটা প্রতিবন্ধকতা তৈরি করছে বলে জানায় পুলিশ।

নৃশংস এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। কী কারণে এই হত্যাকাণ্ড, কারা এর সঙ্গে জড়িত—তা খতিয়ে দেখছে পুলিশ। নিহতের পরিবারের পক্ষ থেকেও এখনও কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি।

এ ঘটনায় এখনো কাউকে আটক করতে না পারলেও পুলিশ বলছে, প্রযুক্তির সহায়তায় খুব শিগগিরই হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ