30 C
Khulna
Wednesday, August 6, 2025

নিয়ন্ত্রণ হারিয়ে খালে মাইক্রোবাস, নিহত ৭

নোয়াখালীর বেগমগঞ্জে একটি যাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থলেই নিহত হন মাইক্রোবাসের ৭ যাত্রী।বুধবার (৬ আগস্ট) ভোরে নোয়াখালীর জেলার চন্দ্রগঞ্জপূর্ব বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করা হয়েছে।চৌমুহনী ফায়ার স্টেশন থেকে জানায়, বুধবার ভোর ৫টা ৪০ মিনিটে দুর্ঘটনার সংবাদ পাওয়া যায়। ঘটনাস্থলে ৬টা ৫ মিনিটে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু হয়। ফায়ার স্টেশনের একটি ইউনিট উদ্ধারে অংশ নিয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ছয়জন নিহত এবং একজন আহত হয়েছেন। আহত ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ