Home আঞ্চলিক সংবাদ খুলনায় দেশীয় পাইপগান ও গোলাবারুদসহ যুবক আটক

খুলনায় দেশীয় পাইপগান ও গোলাবারুদসহ যুবক আটক

0

খুলনায় দেশীয় পাইপগান এবং ২ রাউন্ড শর্টগানের গুলিসহ জয়নাল আবেদীন জনি (৪০) নামের এক যুবককে আটক করেছে যৌথ বাহিনী।বুধবার গভীর রাতে নগরীর পূর্ব বানিয়াখামার মেইন রোড থেকে আটক করা হয়। আটক জনি ওই এলাকার আশরাফ আলীর ছেলে।খুলনা থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনা, নৌবাহিনী এবং পুলিশের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী রাত আড়াইটার দিকে নগরীর পূর্ব বানিয়াখামার এলাকার আশরাফ আলীর বাড়িতে অভিযান চালায়। অভিযানের নেতৃত্ব দেয় মেজর আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস (১৭ বীর)।পুলিশ জানায়, রাতে জনির ঘর থেকে একটি দেশীয় পাইপগান এবং ২ রাউন্ড শর্টগানের গুলি তার ঘর থেকে উদ্ধার করা হয়। এছাড়া আটক হওয়া জনির ঘর থেকে বিভিন্ন ধরনের নেশা জাতীয় দ্রব্যও পাওয়া যায়। আটক হওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য খুলনা সদর ক্যাম্পে নেওয়া হয়। পরবর্তীতে তাকে খুলনা থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়েরে হয়েছে ।

Exit mobile version