খুলনার রেলস্টেশন বার্মাশীল এলাকা থেকে ৭৩৬ লিটার বাংলা মদসহ সেকেন্দার শিকু (৮৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর ১টার দিকে নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত একটি যৌথবাহিনী এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার হওয়া সেকেন্দার শিকু বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার তেলীগাতি এলাকার বাসিন্দা, এমতাজ উদ্দিনের ছেলে। অভিযানের নেতৃত্ব দেন নৌবাহিনীর কনটিনজেন্ট লেফটেন্যান্ট কমান্ডার মো. রাশেদ আলম।
এলাকাবাসীর বরাতে জানা গেছে, যৌথবাহিনী দুপুরে অভিযান শুরু করে এবং প্রায় দুই ঘণ্টাব্যাপী তল্লাশি চালিয়ে শিকুর হেফাজত থেকে ৭৩৬ লিটার বাংলা মদ উদ্ধার করে। অভিযান শেষে তাকে খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়।
খুলনা মহানগর এলাকায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।