25.8 C
Khulna
Friday, August 8, 2025

খুলনায় কয়েক ঘণ্টার ব্যবধানে ফের কুপিয়ে হত্যার চেষ্টা

খুলনা প্রতিনিধি:
খুলনায় কয়েক ঘণ্টার ব্যবধানে ফের এক যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা চালানো হয়েছে। আহত যুবকের নাম রাজ (২৫), তিনি খুলনা জিরো পয়েন্ট এলাকার কৃষ্ণনগর বাজার সংলগ্ন স্থানে হামলার শিকার হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার পর রাজ প্রতিদিনের মতো কৃষ্ণনগর বাজার এলাকায় অবস্থান করছিলেন। এমন সময় একদল দুর্বৃত্ত তার ওপর অতর্কিতে হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপানো হয় রাজকে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

তাৎক্ষণিকভাবে স্থানীয়রা রাজকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

উল্লেখ্য, এর কয়েক ঘণ্টা আগেই খুলনার ২ নম্বর কাস্টম ঘাট এলাকায় আরেক যুবক সোহেলকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়। পরপর দুটি ঘটনার ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত নজরদারি জোরদার করেছে।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ